আন্তর্জাতিক

‘বড় হামলা’ চালিয়েছে রাশিয়া, জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার বলেছেন, রাশিয়ানরা সারা রাতব্যাপী ৩৬টি রকেট ছুঁড়ে ‘বড় হামলা’ চালিয়েছে৷

জ্বালানি স্থাপনায় হামলায় ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জেলেনস্কি ‘বড় হামলার’ বিষয়ে বিবৃতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, আগ্রাসনকারীরা আমাদের জনগণকে আতঙ্কিত করা অব্যাহত রেখেছে৷ রাতে, শত্রুরা বড় ধরনের হামলা চালিয়েছে: ৩৬টি রকেট, যেগুলোর বেশিরভাগ গুলি করে ভূপাতিত করা হয়েছে৷ এগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর জঘন্য হামলা। জঙ্গিদের চিরাচরিত কৌশল এগুলো৷

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার জ্বালানি স্থাপনার ওপর যেসব হামলা চালানো হয়েছে এগুলো এ মাসের শুরুতে চালানো হামলার চেয়েও বড়৷

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন ইউক্রেনের ১০ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *