কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮ টারদিকে পুলিশের উপস্থিতিতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্তের মহড়া ও ভাস্কর্যের সাথে বাঁশের বেষ্টনীতে কালো পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। এরপর দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মুহূর্তের মধ্যে ওই মাইক্রোবাসেই নির্বিঘ্নে পালিয়ে যায়। এ সময় ভাস্কর্য চত্বরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী ছিল নির্বিকার।
এছাড়া দুর্বৃত্তরা শহরের প্রবেশমুখ মজমপুর গেট চত্বরে অবস্থিত সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও তার ভাই শিহাব উদ্দিন পরিচালিত ঢাকা-কুষ্টিয়া পরিবহন এসবি কাউন্টার ভাঙচুর করে। তবে ব্যাপারে দায়িত্বরত পুলিশ কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে ঘটনাস্থলে উপস্থিত র্যাব সদস্যরা স্বীকার করে জানান, ভাস্কর্য চত্বরে ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন ব্যস্ত থাকায় ফোন রিসিভ করেননি।
অপরদিকে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত শহরময় চলে ছাত্রলীগ কর্মীদের লাঠি উঁচিয়ে মোটরসাইকেল মহড়া।