আন্তর্জাতিক

ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারতে ব্যবসা শুরু করতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এ খবরে ভারতীয়রা খুশি হলেও, বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে টেসলা যদি কারখানা চালু করে, তাহলে তাদের সঙ্গে ‘অন্যায়’ হবে বলে মনে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের ওপর সমহারে শুল্ক বসানোর কথা বলছেন, সেখানে তারই ঘনিষ্ঠ সঙ্গী ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা ও শোরুম খোলার পরিকল্পনা করছেন। এতেই ‘চটেছেন’ ট্রাম্প। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

একটি শো-তে ট্রাম্প বলে বসেন, ‘টেসলা যদি ওখানে (ভারতে) গিয়ে কারখানা বানায়, তবে তা নিজের দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে অন্যায় হবে।’ ইলন মাস্কের পক্ষে ভারতে কোনো গাড়ি বিক্রি করা ‘অসম্ভব’ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য, বিশ্বের প্রতিটি দেশ আমাদের কাছ থেকে সুবিধা নেয় এবং তারা শুল্ক দিয়ে তা করে। বিশেষ করে ভারতে গাড়ি বিক্রি করা অসম্ভব (শুল্কের কারণে)। ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য পরিকল্পনায় রয়েছে ‘প্রতিশোধমূলক শুল্ক’। এর আওতায়, যেসব দেশ আমেরিকান পণ্যে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর একই হারে শুল্ক বসাবে।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমি বলি ২৫ শতাংশ, সবাই বলবে, ‘ওহ, এটা ভয়ানক।’ তাই এখন আমি আর তা বলি না। আমি শুধু বলি, তারা যা নেবে, আমরাও তাই নেব এবং জানেন কি এতে কী হয়? তারা থেমে যায়।

উল্লেখ্য, এর আগে জানা যায়, শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে টেসলা। ব্লুমবার্গ ও এনডিটিভি জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেওয়া হচ্ছে শুধু মুম্বাইয়ের জন্য। টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এতদিন দেশটিতে প্রবেশ করেনি।

তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। কয়েক বছর ধরেই ভারতের বাজারে আসতে চাইছিল টেসলা। এজন্য কোম্পানিটি ২০০-৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।

এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছিল, তারা ভারতে সাধারণত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে চায়। তাদের লক্ষ্য ২৫-৩০ লাখ রুপির মধ্যে গাড়ি তৈরি করা। ভারতের আশপাশের দেশগুলোতে গাড়ি রপ্তানির পরিকল্পনাও তাদের আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *