মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে উপজীব্য করে রচিত বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তুলে ধরা হয়েছে। যেখানে মধুসূদন (মধুদা) তখনকার মধুর ক্যান্টিনের মালিক, যিনি বর্তমান সময়ে একটি চায়ের দোকানে বসে ভাষা আন্দোলনের ঘটনাটি বর্ণনা করছেন।
বর্ণনার মাঝে গান, নৃত্য এবং কবর নাটকের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই আলেখ্যানুষ্ঠানের মাধ্যমেই তুলে ধরা হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, রমিজ রাজু, সাজ্জাদ সাজু, দিপা প্রমুখ। নৃত্যে অংশ নিয়েছেন ওর্য়াদা রিহাব ও তার দল।
মধুর ক্যান্টিনে বসে ভাষা আন্দোলনের বর্ণনা
সংগীত পরিবেশনা করেছেন অপু আমান, শারমিন, লায়লা, মনির, পারভেজ, স্বরলিপি, রাসেল শেফালী। আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক আনোয়ার হোসেন। প্রযোজনা করেছেন আবু তৌহিদ।
আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’ ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।