দেশে নগরকেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে করোনাভাইরাসহ একই রকম মহামারী মোকাবিলায় সরকার ২ হাজার ৫৫৫ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি’ শীর্ষক প্রকল্পটির মাধ্যমে দেশের ১০টি সিটি করপোরেশন এবং ৩২৯টি পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ প্রায় ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, এসব প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, প্রকল্প সহায়তা হিসেবে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ কোটি ২০ লাখ টাকা যোগান দেওয়া হবে।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে তৈল বীজ উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিকল্পনামন্ত্রী বলেন, মহামারী মোকাবিলার প্রকল্পটি বাস্তবায়নে বিশ্ব ব্যাংক ২ হাজার ৫৪৪ কোটি টাকার ঋণ দিচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পটির মাধ্যমে পৌরসভা ও সিটি করপোরেশন পরিচালিত বাজার, কবরস্থান, শ্মশান এবং বিদ্যালয়ে পাবলিক টয়লেট নির্মাণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করা হবে।
এছাড়া সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রকল্পটির মাধ্যমে প্রয়োজনীয় ড্রেন, পাবলিক পার্ক, সড়ক, পানি সরবরাহ ও সড়কবাতি স্থাপন করা হবে।
বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে
>> বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ; ব্যয় ১ হাজার ৭০৪ কোটি টাকা।
>> উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ; ব্যয় ৯৬১ কোটি ৭৬ লাখ টাকা।
>> সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডিপি-২); ব্যয় ১ হাজার ৮২ কোটি টাকা।
>> পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়); ব্যয় ৪ হাজার ৫০ কোটি টাকা।
>> বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ; ব্যয় ২ হাজার ৬৯৩ কোটি ৪৩ লাখ টাকা।
>> বিএএফ ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে বিমানসেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত); ব্যয় ১৪০ কোটি ৪২ লাখ টাকা।
>> দি প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটিস; ব্যয় ২২৮ কোটি টাকা।
>> নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক মহাসড়ক এবং ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ; ব্যয় ১ হাজার ১৮২ কোটি ৪৯ লাখ টাকা।
>> রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন; ব্যয় ৩৭৮ কোটি ৮৪ লাখ টাকা।
>> বাংলাদেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন; ব্যয় ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা এবং
>> ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ড্রিপ সেচ পদ্ধতির প্রচলন; ব্যয় ৩২৯ কোটি টাকা।