খেলাধুলা

মাহমুদউল্লাহর চাওয়া আক্রমণাত্মক ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে এখনও কোয়ারেন্টাইনের বেড়াজালেই দিন কাটছে বাংলাদেশ দলের। অবশ্য আর দুদিন পরই কোয়ারেন্টাইন মুক্ত হয়ে যাবে সফরকারীরা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ-তামিমরা।

ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনে থাকলেও প্রতিদিনই অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বরাবরের মতোই কঠিন নিউজিল্যান্ড সফরে এবার জয়ের খাতা খুলতে চায় টাইগাররা। টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন, এখানে সফল হওয়ার মন্ত্র হবে দলগত পারফরম্যান্স। তার মতে, ভালো করতে হলে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। দলের কাছে আক্রমণাত্মক ক্রিকেট চান তিনি।

কোয়ারেন্টাইনে ১২ দিন অতিবাহিত হয়েছে বাংলাদেশ দলের। চতুর্থ করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ আসলে ১৪ দিন পরই মুক্ত হবে গোটা দল। তখন কুইন্সটাউনে গিয়ে পুরোদমে প্রস্তুতি চলবে টাইগারদের। সোমবার অনুশীলনের পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘আর দুইটা দিন কোয়ারেন্টাইনের আছে। ইনশাআল্লাহ্ দোয়া করছি যেন আমাদের সবার রেজাল্টটা নেগেটিভ আসে। তারপর আমরা বাইরে যাব ইনশাআল্লাহ্।’

সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনেক দিন আগে গেলেও সিরিজটা কঠিন হবে টাইগারদের জন্য। মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনটা সবসময়ই চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য কোনোকিছুই এত সহজ হবে না। সব মিলিয়ে আমার মনে হয় দল হিসেবে আমাদের ভালো পারফর্ম করতে হবে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং- তিন ডিপার্টমেন্টেই।’

সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-২ এ টি-২০ সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকরা দুর্দান্ত ফর্মে থাকলেও মাহমুদউল্লাহ বলছেন, ভালো করতে হলে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। অভিজ্ঞ এ ক্রিকেটার বলেন, ‘হয়তোবা নিউজিল্যান্ড টিম এখন খুব ভালো ফর্মে আছে। তারা টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এ জিনিসগুলো মাথায় না এনে বরং আমরা আমাদের শক্তি এবং দুর্বলতাগুলোর দিকে ফোকাস করতে পারি তাহলে আমাদের খেলার জন্যও ভালো হবে এবং আমি মনে করি আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে ইনশাআল্লাহ্ আমরা ভালো করব।’

নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটসম্যানদের উইকেটের ধরণ বোঝা, বাউন্সের সঙ্গে মানিয়ে নেয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। মৌলিক দিক গুলো ঠিক রেখে বাজে বলের জন্য অপেক্ষা করতে হবে ব্যাটসম্যানদের।

বাউন্সি উইকেট হলেও বোলারদের জন্য চ্যালেঞ্জটা কম নয়। কারণ নিউজিল্যান্ডে এখন হরহামেশাই বড় স্কোরের ম্যাচ হয়। সেক্ষেত্রে লেন্থের দিকে গুরুত্ব দিতে বলছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘এখানে লেন্থের বিষয়টা খুবই জরুরি। লেন্থে একটু বেখেয়াল হলেই বাউন্ডারি সুযোগ বেড়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *