খেলাধুলা

মিরাজের খেলা অনিশ্চিত, ওপেনিংয়ের পরিকল্পনায় ধোঁয়াশা

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচনালগ্নে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ওপেন করবেন কি না, তা এখনই প্রকাশ করতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষকে চমকে দিতে এই ‘ধোঁয়াশা’ তৈরি রাখা তার কৌশলের অংশ।

গল টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন,

“আমার ব্যাটিংটা কোন জায়গায় হবে, সেটা কালই (ম্যাচের দিন) জানাতে চাই। আমি চাই না প্রতিপক্ষ আগে থেকেই ধারণা পাক। একাদশ ঠিক হবে কম্বিনেশনের ওপর নির্ভর করে। ”

তবে তার ওপেনিং করার সম্ভাবনা একরকমভাবে মেহেদী হাসান মিরাজের খেলার ওপর নির্ভর করছে। জ্বরে ভোগা এই অলরাউন্ডার খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

“মিরাজের শরীর এখনও পুরোপুরি ভালো হয়নি। উন্নতি করছে ঠিকই, তবে তার উপস্থিতির ওপর আমাদের কম্বিনেশন নির্ভর করছে,”— বলেন শান্ত।

২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে। অতীত নয়, ভবিষ্যতের দিকেই চোখ শান্তর।

“আগের সিরিজ বা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবা ঠিক হবে না। শেষ ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেটিই আমাদের অনুপ্রাণিত করবে,”— বলেন তিনি।

নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশনে ভালো কিছু করার আশা অধিনায়কের কণ্ঠে স্পষ্ট।

“কিছু খেলোয়াড়ের শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা আছে, যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে ভালো ফল আসবে। তবে আগে ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগে। ”

নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো সূচনা সম্ভব, এমন আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন শান্ত—

“টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে দলের জন্য ইতিবাচক হবে। যে দল পেয়েছি, যদি সেরাটা দিতে পারি, ভালো কিছু করা সম্ভব। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *