বিনোদন

মুক্তি পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ইতি চিত্রা’

মুক্তি পেল তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিকের চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। শুক্রবার (২০ অক্টোবর) দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

আগামী সপ্তাহ থেকে হলসংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

রোমান্টিক ঘরানার চলচ্চিত্রটিতে দেখা যাবে নতুন দুই মুখ রাকিব হোসেন ইভান ও জান্নাতুল রিতুকে।

এ বিষয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, গল্পের প্রয়োজনেই দু’জন নতুন মুখকে নির্বাচন করা হয়েছে। আশা করছি নতুন এই জুটি ও সিনেমাটি দর্শকরাও বেশ পছন্দ করবে।

এই নির্মাতা বলেন, সিনেমায় দর্শক দেখতে পাবেন নব্বই দশকের প্রেম, ভালোবাসার গল্প। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত। গল্পটা আমার খুব কাছ থেকে দেখা, আমার বন্ধুর গল্প। এই সিনেমায় দর্শক দেখতে পাবেন, একটা মানুষকে ভালোবেসেই কিভাবে সারাজীবন কাটিয়ে দেওয়া যায়।

অভি কথা চিত্রের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গী প্রোডাকশনস। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান ও তামিম ইকবালসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *