বিনোদন

মেহজাবীনের বিয়ে—কবে ও কোথায়?

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের দীর্ঘদিনের প্রেমসম্পর্কের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। এবার তাদের প্রেমসম্পর্ক প্রকাশ্যে এসেছে এবং তারা দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

দীর্ঘসময় ধরেই মেহজাবীন ও রাজীবের সঙ্গে প্রেমসম্পর্কের গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়। অতীতে এ সম্পর্ককে দুজনেই গুঞ্জন বলে এড়িয়ে গেলেও দেশের বাইরে বিভিন্ন লোকেশনের রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যেত। এমনও শোনা গেছে— কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। এবার সেই বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, লুকিয়ে বিয়ে করেননি মেহজাবীন। চলতি মাসেই বিয়ের সানাই বাজবে। ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। যদিও রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

সূত্র আরও জানায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) মেহজাবীনের গায়েহলুদ। একই ভেন্যুতে পর দিন অর্থাৎ আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসছে বিয়ের আসর।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান।

উল্লেখ্য, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোর প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *