ভারতের নাগরিকত্ব আইন নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
গত বছরের ১৫ই ডিসেম্বর, রবিবারের এক বিকেলে দক্ষিণ-পূর্ব দিল্লির শাহীনবাগে রাস্তায় নেমে এসেছিলেন নানা বয়সের মুসলিম নারী-পুরুষ। কালক্রমে সেটাই গোটা ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদের আইকনে পরিণত হয়।ঐ সময় জেদ্দায় বাস করা ভারতীয় নাগরিকরাও হাতে প্ল্যাকার্ড নিয়ে মোদি সরকারের বিরোধিতা করে। এই ঘটনায় জড়িতে বেশ কয়েকজনকে আটক করে ইতিমধ্যে সৌদি সরকার ভারতে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্দোলন, বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অনেক ভারতীয় আন্দোলনকারী জানিয়েছেন যে তারা এই আইন সম্পর্কে অবগত ছিলেন না।