ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মঙ্গলবার দুই ঘণ্টা কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের।
এ দুই নেতা ইউক্রেন ইস্যু ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিয়ষটি নিয়ে কথা বলেন।
রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদীরা যে অন্যায় করছে সেগুলো বন্ধ করতে পারত। কিন্তু সেটি না করে তারা বিষয়টিকে অবহেলা করছে।
পুতিনের পর ম্যাক্রোঁ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়টি তোলেন। তখন পুতিন জানান, পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে।
তাছাড়া পুতিন ম্যাক্রোঁকে নির্বিঘ্নে পণ্য সরবরাহের বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন।
রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, পুতিন আজভস্টালের বিষয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আজভস্টালে উগ্র জাতীয়তাবাদীরা বেসামরিক লোকদের আটকে রেখেছেন। তাদের নিরাপদে বের করে নেওয়ার চেষ্টা করছে রাশিয়ার সেনারা।
তাছাড়া ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে এখনো প্রস্তুত আছেন তিনি, এমনটি জানিয়েছেন পুতিন।