খেলাধুলা

ম্যাচের মধ্যেই ফোন করে লিটন-মুশফিককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ-আফগানিস্তান।

দুই দেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি টিভির পর্দায় উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু যে খেলা দেখেছেন তা নয়, ভালো খেলায় সঙ্গে সঙ্গে ফোন দিয়েই লিটন দাস ও মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি বস জানিয়েছেন, প্রধানমন্ত্রী ম্যাচ চলাকালীন সময়ে অন্তত পাঁচবার ফোন করেছেন।

এ ব্যাপারে পাপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লিটন দাস। অন্যদিকে মুশফিকুর রহিম করেন ৮৬ রান। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে ৮৮ রানের বড় জয় তুলে নিতে সমর্থ হয় টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *