আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্যায় ২২ জনের মৃত্যু: বিধ্বস্ত বাড়িঘর

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। বন্যায় টেনেসির মধ্যাঞ্চলীয় হামফ্রিস কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে হামফ্রিস কাউন্টির ওয়েভারলি শহরের পুলিশ ও দমকল বাহিনীর প্রধান গ্রান্ট গিলেস্পি বলেছেন, গত কয়েকদিনে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওয়েভারলিতে স্কুল, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনাসহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন।

হামফ্রিস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার ওয়েভারলি শহরেই বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যত্র আরও দুই জন মারা গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৪৫ জন নিখোঁজ বলে জানানো হলেও পরে সংখ্যাটি সংশোধন করে প্রায় ২০ জন বলে জানানো হয়।

ওয়েভারলিতে শত শত বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে বলে টেনেসির স্থানীয় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, হামফ্রিস কাউন্টির ম্যাকুয়েন শহরে শনিবার দিনব্যাপী ১৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, এতে টেনেসি অঙ্গরাজ্যে সম্ভবত ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের সব রেকর্ড ভেঙে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *