আগামী নির্বাচনে জাতীয় পাটি অংশ নেবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্।
তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি নির্বাচনিমুখী দল। তাই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমাদের পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আর সেই কারণে আগামী কয়েকটি মাস আমাদের জন্য খুবই গুরুত্ব বহন করে।
রোববার গুলশানস্থ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোলাম মসীহ্ এসব কথা বলেন।
এ সময় তিনি দলের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর জন্য এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন এরশাদপুত্র রাহ্গির আলমাহি এরশাদ সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন, গোলাম সারোয়ার মিলন, রফিকুল হক হাফিজ, এমএ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।