‘পাঠান’কে পেছনে ফেলে ‘জওয়ান’ই এখন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা। এরই মধ্যে আয় করেছে ৫৪৬ কোটি রুপি। মুক্তির ১৭তম দিনেই এই অনন্য রেকর্ড গড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলছে, ‘জওয়ান’ তার তৃতীয় শনিবার আনুমানিক ১৩ কোটি রুপি আয় করেছে, ফলে ভারতে সিনেমাটির মোট আয় এখন ৫৪৬ কোটি রুপি; যা ‘পাঠান’ সিনেমার মোট আয়ের চেয়ে ৩ কোটি রুপি বেশি।
এছাড়া ‘জওয়ান’ দিয়ে শাহরুখ খান আরও যেসব রেকর্ড গড়ছে, সেই তালিকায় আছে; সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি উদ্বোধনী দিনের আয় (৭৫ কোটি রুপি), সবচেয়ে বেশি একক দিনের আয় (৮০ কোটি রুপি) এবং সবচেয়ে বেশি আয়ের উদ্বোধনী সপ্তাহের (৩৮৯ কোটি রুপি) রেকর্ড স্থাপন করেছে। বলিউডের দ্রুততম চলচ্চিত্র হিসেবে ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি এবং ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।
বিশ্বব্যাপী একযোগে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।
এ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
সিনেমায় অস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গিয়েছে নয়নতারাকে। দীপিকা পাড়ুকোন ক্যামিও করেছেন।