রাজনীতি

শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ-ইইউ একযোগে কাজ করবে: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ একযোগে কাজ করবে। একইসঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল।

সোমবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউরোপ ডে উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠানে আইন মন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করছে। রোহিঙ্গা সংকটেও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে ইইউ।

তিনি বলেন, গত ৫ দশকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন। এরপর থেকেই বাংলাদেশের শ্রম অধিকার, ব্যবসা বাণিজ্যে প্রসার, জলবায়ু পরিবর্তন ইত্যাদি খাতে সহযোগিতা অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী দিনে বাংলাদেশ- ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন । আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে ইইউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *