জাতীয়

শিশু মুসাকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ ৭ বছরের শিশু বাসিত খান মুসাকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

তিনি হাসপাতালে পৌঁছে মুসার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শুক্রবার আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ৭ বছরের শিশু বাসিত খান মুসা দীর্ঘ ৫ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছে। শুক্রবারই সিএমএইচ ছুটে যান বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে যায় মুসা। এ সময় দাদি মায়া ইসলামসহ দুজনই গুলিবিদ্ধ হন। পরদিনই তার দাদি মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২৬ আগস্ট তাকে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে শিশু মুসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *