খেলাধুলা

‘সবাই দায়িত্ব নিয়ে খেললে সিরিজ জয় সম্ভব’

বুধবার বিকেল ৫টায় সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, সবাই দায়িত্ব নিয়ে খেললে সিরিজ জয় সম্ভব।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় সেঞ্চুরিয়নে ৩১৪ রানের পাহাড় গড়ে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার শেষ ম্যাচে যারাই জিতবে সিরিজ তাদেরই হবে।

অঘোষিত ফাইনালের আগে মিরাজ বলেন, ওয়ানডে ক্রিকেটে রান খুব গুরুত্বপূর্ণ। ২০০ রান করে জেতা সম্ভব নয়, বিশেষ করে ওদের মাটিতে। আমরা যদি ভালো একটা স্কোর গড়ি, তাহলে জেতাটা সহজ হয়ে যায়। সবসময় আমরা খেলায় থাকব। সবশেষ উইকেট কিন্তু ওরকম ছিল না, রান করার মতো। অসমান বাউন্স ছিল, বল উঁচু-নিচু হচ্ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন। উইকেট ভালো থাকলে অন্যরকম চিত্র হতে পারত।

মিরাজ আরও বলেন, সেঞ্চুরিয়নের উইকেট খুবই ভালো। আমরা যেহেতু প্রথম ম্যাচ খেলেছি, উইকেট ভালো থাকে এখানে, আমাদের আত্মবিশ্বাসও আছে যে তিনশর বেশি রান করেছি এখানে। সবাই দায়িত্ব নিয়ে খেললে অবশ্যই সিরিজ জয় সম্ভব। বোলারদের জন্য যদি ভালো একটা সংগ্রহ দিতে পারি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে বোলাররাও তা ডিফেন্ড করতে পারবে বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *