গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন “সমাজ সেবা অধিদপ্তর”-এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) নিযুক্ত হয়েছেন জনাব মোঃ সাইদুর রহমান খান।
গত ২৬-১২-২০২৪ তারিখ তাঁর পূর্বতন কর্মস্হল স্বাস্হ মন্ত্রণালয়ের জিএনএসপি ইউনিটের পক্ষ থেকে উপসচিব শাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে কর্মকর্তাগন মহা-পরিচালক মহোদয়কে ফুলদিয়ে শুভেচ্ছা জানান , এসময় উপস্হিত ছিলেন জিজিএন২৪ সম্পাদক ও বড়চাপা দারুল ইসলাম এতিমখানার সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান আরো উপসি্হত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়ার কর্মকর্তাগণ এবং ডিজি মহোদয়ের একান্ত সচিব আব্দুস সালাম ।
ডিজি মোঃ সাইদুর রহমান খান বলেন যে, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আজকের আজকের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।