জিম্বাবুয়ে সিরিজে একের পর এক রেকর্ড করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে পিছনে ফেলে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন সাকিব আল হাসান।
এবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ও দারুন একটি রেকর্ড করেছেন তিনি। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স সেই ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। যেখানে দুটি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৯৬ রান করে। আর এতেই বিশ্ব রেকর্ড করেছেন সাকিব আল হাসান।
বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের থেকে ৭২ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। তিনি শহীদ আফ্রিদি সহ সকল অল-রাউন্ডারকে পিছনে ফেলে এই রেকর্ড গড়লেন।