খেলাধুলা

সাকিবের অভাব বোধ করবে বাংলাদেশ, বলছেন সাউদি

আজ মঙ্গলবার সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে বাংলাদেশ দল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব বোধ করবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। তাদের ছাড়া হোম সিরিজে বড় চ্যালেঞ্জে পড়েছে দল, এমনটা আগেরদিন বলেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এবার প্রতিপক্ষ অধিনায়ক টিম সাউদিও জানালেন, সাকিবের অভাব নিশ্চয়ই বোধ করবে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না সাকিব আল হাসান। নেই তামিম ইকবালও। ছুটিতে আছেন লিটন দাস। চোটে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। তবে সাউদি মনে করছেন, সাকিবের অভাবই বেশি টের পাবে স্বাগতিকরা।

সাউদি বলেন, ‘অবশ্যই, সাকিব লম্বা সময় ধরে দারুণ একজন খেলোয়াড়। অনেক বছর ধরে সে বাংলাদেশের দুর্দান্ত খেলোয়াড়। লিটনও মানসম্পন্ন খেলোয়াড়। সে অতীতে আমাদের বিপক্ষে ভালো করেছে। আমি মনে করি, তাদের না পাওয়ার অভাব বোধ করবে বাংলাদেশ। একই সঙ্গে এটা অন্য অনেকের জন্য এগিয়ে এসে শূন্যস্থান পূরণ করার ভালো সুযোগ। কারণ ওই জায়গাগুলো অনেকদিন ধরে দখলে রেখেছে ওই দুজন।’

সাউদি আশা করছেন, স্পিনবান্ধব উইকেট হবে। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার থাকায় ভালো কিছু করতে পারবেন বলে মনে করেন কিউই অধিনায়ক।

তিনি বলেন, ‘উইকেট দেখলাম, এখানে বেশি টেস্ট খেলা হয়নি। ভালো উইকেট আশা করছি। পাকিস্তানে এ বছরের শুরুতে খেলেছি আমরা। ছেলেদের এমন উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। নিউজিল্যান্ডে পেস বড় ভূমিকা রাখে। এখানে হয়তো স্পিনের ভূমিকা বেশি থাকবে। আমাদের মানসম্পন্ন স্পিনার আছে, যাদের টেস্টে ভালো রেকর্ড আছে। উইকেট থেকে সকালে বোলাররা সুবিধা পেতে পারে। সব মিলিয়ে উইকেট ভালোই মনে হচ্ছে। এখানে ভিন্ন শক্তি কাজে লাগাতে হবে। নিউজিল্যান্ডে স্পিন বড় ভ‚মিকা রাখবে না, তবে এখানে স্পিন সহায়কই হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *