দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার ঠিক আগমুহূর্তে ব্যক্তিগত সফরে দুবাই চেলে গেছেন সাকিব। যাওয়ার আগে বলেছেন, তিনি এখন খেলার জন্য মানসিকভাবে ফিট নন।
এ ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, সাকিবের নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে, তাকে বিশ্রাম দেওয়া দরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিতে আমরা সম্মতি দিয়েছি। তাকে জানিয়েছি যে ৩০ এপ্রিল পর্যন্ত সে বিশ্রাম নিতে পারে।
তিনি আরও বলেন, আমরা তো চেষ্টা করেছি তাকে সবধরনের ক্রিকেটে পাওয়ার। কিন্তু তাকে চাপিয়ে দেয়া উচিত হবে না। সে বারবার একটা কথাই বলেছে, ‘উপভোগ করছি না, মানসিকভাবে আনফিট, প্রস্তুত নই।
সাকিবের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সফরে কোনো ক্রিকেটারদের দলে যুক্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানান, ১৬ জনের সদস্যের বাইরে অতিরিক্ত কয়েকজন ক্রিকেটার যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়, তাদের মধ্যে থেকে কাউকে দলে যুক্ত করা হবে।