বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, সাকিবের উপস্থিতি দলে ভারসাম্য আনে। তার মতো একজনকে পাওয়া দারুণ ব্যাপার। এখানে সাকিব আগেও খেলেছে। সে বিশ্বমানের ক্রিকেটার। তাকে পেয়ে ভালো লাগছে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার মাঠে শুরু হচ্ছে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের আগে কোচ বলেছেন, ওয়ানডে দল নিয়ে আমি খুশি। দলে ভারসাম্য আছে। ব্যাটিংয়ে গভীরতা, টপঅর্ডারে অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার এবং দারুণ কিছু পেস বোলার আছে। ৫০ ওভারের ক্রিকেটে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল।
তিনি আরও বলেন, শুক্রবার ম্যাচের দিন আবহাওয়া ভালো থাকবে। যদিও বছরের এই সময়টায় ঝড়বৃষ্টি হয়। আশা করি, শুক্রবার রোদ উঠবে। দিবারাত্রির ম্যাচে মেঘাচ্ছন্ন আবহাওয়া খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এটা বড় কোনো ফ্যাক্টর নয়।
ডমিঙ্গো বলেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক দারুণ ইনিংস খেলেছে। সাকিবও ভালো বোলিং করেছে। আমার কাছে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। ওয়ানডে দল নিয়ে আমি খুশি। দলে ভারসাম্য আছে। ব্যাটিংয়ে গভীরতা, টপঅর্ডারে অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার এবং দারুণ কিছু পেস বোলার আছে। ৫০ ওভারের ক্রিকেটে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল।
তিনি বলেন, পারফর্ম করবে খেলোয়াড়রা। নিজেদের খেলা সম্পর্কে তারা জানে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যদি একজন কোচের ওপর নির্ভর করে ম্যাচের ১-২ দিন আগে বড় পরিবর্তন আনতে চান, তাহলে বিপদে পড়ে যাবেন।