ইতালীয় দ্বীপ সিসিলিতে একটি চারতলা অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ফলে ভবন ধসে চারজনের প্রাণহানি ও পাঁচজন নিখোঁজ হয়েছে। কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়।
শনিবার রাতে ধসের পর দক্ষিণাঞ্চলীয় শহর রাভানুসাতে ধ্বংসস্তুপের ভেতর থেকে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারী এবং স্নিফার কুকুররা এখনও নিখোঁজদের সন্ধান করছে। খবর এএফপি’র।
ইতালির নাগরিক নিরাপত্তা সংস্থার স্থানীয় ইউনিট টুইটার ফিডে নিশ্চিত করেছে যে মৃতের সংখ্যা বর্তমানে চারজনে দাঁড়িয়েছে। টেলিভিশনের চিত্রগুলোতে দেখা যায়, ভবনটি যেখানে ছিল সেখানে আরো কয়েকটি ভবন এক সময় দাঁড়িয়েছিল। এখন সেখানকার একটি বড় খালি জায়গায় প্রচুর ধ্বংসস্তুপ এবং কাঠের বিম দেখা যায়। পাশের ভবনগুলিও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণটি সম্ভবত একটি গ্যাস লিকের কারণে হয়েছিল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অ্যাগ্রিজেন্তো প্রদেশের অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান জিউসেপ মেরেন্ডিনো রেইননিউজ২৪ টিভি চ্যানেলকে বলেন.” সম্ভবত একটি গহ্বরে গ্যাস জমা হয়েছিল।”
শনিবার রাতে বিস্ফোরণের পরপরই, রাভানুসার মেয়র কারমেলো ডি’অ্যাঞ্জেলো ফেসবুকে “যাদের কাছে বেলচা এবং বুলডোজার
আছে তাদের কাছে সেগুলির জন্য আবেদন করেন ।” তিনি বলেন.”একটি বিপর্যয় হয়েছে,” প্রায় ৫০ জন লোক বাস্তুচ্যুত হয়েছে। ডি’অ্যাঞ্জেলো রেইননিউজ২৪- কে বলেন, বিস্ফোরণে পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্ট ভবনগুলিও ক্ষতিগ্রস্থ হয়েছে।