অর্থনীতি

সুন্দর সবুজ বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান

এসডিজি অর্জন ও একটি সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার জন্য সমাজের প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

একশনএইড বাংলাদেশ ‘অ্যাক্ট অন এইড’ শিরোনামে শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানী এলাকার একটি হোটেলে একশনএইড বাংলাদেশ ৩৮ বছরের পথচলায় গৃহীত কর্মসূচি, বিশেষ উদ্যোগ ও সাফল্যের গল্প তুলে ধরতে একটি প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে ফারাহ্ কবির বলেন, একশনএইড বাংলাদেশ যেদিন ভোলার চর ফ্যাশন থেকে যাত্রা শুরু করে সেদিন কেউ চর ফ্যাশন সম্পর্কে জানত না, কিন্তু বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তার জন্য আমরা সেখানে ছিলাম। তখন থেকেই আমরা সহজে পৌঁছানো যায়না এমন জায়গার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছি।

প্রদর্শনীর পাশাপাশি একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির এর পরিচালনায় দেশের শিল্প নেতৃবৃন্দ, সমাজসেবী, সেলিব্রিটি, শিক্ষাবিদ, পরিবর্তনকামী তরুণ এবং কর্মীদের নিয়ে ‘ইনক্লোসিভ ডেভেলপমেন্ট পার্টনারশীপস টুওয়ার্ডস অ্যাটেইনিং দ্যা এসডিজিস’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এ প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর আহ্বায়ক ও ইউএনওয়াইএসএবি এর কো-চেয়ার নাহিম রাজ্জাক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও নির্বাহী পরিচালক তারিন হোসেন, নারী উন্নয়ন সংস্থা বিন্দু এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, সামাজিক উদ্যোক্তা ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত সাদাত রহমান, রিডিকুলাস ফিউচার এর এডুকেটর, ফিউচারিস্ট এবং স্টোরিটেলার শাকিল আহমেদ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার।

এসময় সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আমরা তরুণদের কতটুকুইবা সঠিক পথ দেখাতে পেরেছি! বর্তমান সময়ে পলিসি তৈরীর ক্ষেত্রে তরুণদের কণ্ঠ শোনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণীত করতে পারিনি। এক্ষেত্রে বেসরকারি খাতের অবদানও উল্লেখযোগ্য নয়। পলিসি তৈরির ক্ষেত্রে নীতি নির্ধারক ও জনগনের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনতে আমাদের সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব ও জনগনের সম্পৃক্ততার সমন্বয় জরুরী।

এ অনুষ্ঠানের মাধ্যমে মূলত মানুষ কিভাবে মানুষের জন্য এগিয়ে আসবে, কিভাবে সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, দারিদ্র্য বিমোচন এবং বিশেষ করে নারী ও শিশুদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার জন্য একশনএইড বাংলাদেশ এর কার্যক্রমের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে তা প্রতিফলিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে দর্শণার্থীরা একশনএইড বাংলাদেশ এর কৌশলগত অগ্রাধিকার কর্মসূচি, বিশেষ উদ্যোগ ও পদক্ষেপসমূহ, সাফল্যের গল্প ছাড়াও ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে সম্যক ধারণা লাভ করেন। তাছাড়া প্রতিকূলতা কাটিয়ে উন্নয়নের অগ্রযাত্রার অংশীজন হয়ে নিরন্তর কাজ করে যাওয়া তরুণদের সফলতার গল্পও তোলে ধরা হয় এই প্রদর্শনীতে।

মেয়ে শিশুদের নিরাপদ আবাসন, জীবনযাত্রা, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যবিধি, এবং স্যানিটেশনসহ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মনোঃসামাজিক পরামর্শ এবং বিনোদন নিশ্চিত করে থাকে একশনএইড বাংলাদেশ এর ‘হ্যাপি হোম’ প্রকল্প।

একশনএইড বাংলাদেশ এর ‘হ্যাপি হোম’ শুভেচ্ছাদূত অভিনেতা সুমন পাটোয়ারী; এন্টারটেনার রাবা খান, কবি এবং উন্মাদ এর নির্বাহী সম্পাদক অনিক খানসহ আরো অনেকে এই অনুষ্ঠানে যোগ দেন। প্যানেল আলোচনার পর ‘হ্যাপি হোম’ এর মেয়েরা মনোমুগ্ধকর সঙ্গীত, নাচ, কবিতা এবং নাটক পরিবেশন করেন। খ্যাতিমান গায়ক বাপ্পা মজুমদার এবং দেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে গঠিত ব্যান্ড এফ মাইনর সঙ্গীত পরিবেশন করেন। এসময় বিশিষ্ট কৌতুক অভিনেতা এবং কলাম লেখক নাভিদ মাহবুবও একটি বিশেষ পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *