শনিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্ব। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন রবিবার। সেই উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে টাইগাররা।
শুক্রবার ওমানের রাজধানী মাস্কাট থেকে বিমানে করে আমিরাতের দুবাইয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে নির্ধারিত বাসে করে ম্যাচের ভৈন্যু শারজায় যাচ্ছেন তারা।
রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তার আগে ওমানে প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছে লাল-সবুজ বাহিনী। প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। ফলে রানার্সআপ হয়ে মূল পর্বে পৌঁছালো বাংলাদেশ।
সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।