আন্তর্জাতিক

সড়কে ডলারের বন্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান দিয়েগো শহরের একটি সড়কে বইছে ডলারের বন্যা। রাস্তাজুড়ে ছড়িয়ে গেছে ডলার আর ডলার। সেখানকার একটি সড়কে ঢেকে যাওয়া কিছু ডলারের নোট উড়ে বেড়াচ্ছে।

ছড়িয়ে থাকা ডলারগুলো কুড়াতে ভিড় জমিয়েছেন মানুষ। এমনই এক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর অর্থ সংগ্রহের এমন সুযোগ হাতছাড়া না করে যে যেভাবে পারছেন পকেট ভর্তি করছেন।

শুক্রবার একটি ব্যাংকের ডলার বহনকারী ট্রাকের দরজা হঠাৎ করে খুলে গেলে সড়কে নোটগুলো ছড়িয়ে পড়ে। সান দিয়েগো কাউন্টির ইন্টারস্টেট-ফাইভের রাস্তায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তো রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা গেছে— মানুষ সড়কের ওপর হুমড়ি খেয়ে পড়ছে, বেসামাল হয়ে ডলার কুড়াচ্ছে। কাউকে কাউকে দেখা গেছে আকাশের দিকে নোট ছুড়ে উল্লাস প্রকাশ করতে।

এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ সার্জেন্ট কার্টিস মার্টিন জানান, ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটের কয়েকটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগগুলো ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে নোট। তবে এ ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

অবশ্য এ টাকা নিজেদের কাছে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। যারা টাকা কুড়িয়েছেন তাদের ফেরত দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফেরত না দিলে অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সার্জেন্ট মার্টিন জানান, এখন পর্যন্ত অনেক মানুষ ডলার ফেরত দিয়েছেন। এদিকে সব টাকা কুড়িয়ে নেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে ওই রাস্তায় ফের যান চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *