রাশিয়াজুড়ে চলছে পুতিনবিরোধী বিক্ষোভ। দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাদণ্ড দেওয়ায় এই বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে রুশ একজন শীর্ষ বিশেষজ্ঞ দাবি করেছেন যে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো পরিণতি হতে পারে পুতিনের।
ব্রিটিশ সংবাদমাধ্যম সান অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে রুশ ইতিহাসবিদ যুরি ফেলশটিনস্কি বলেন, এই আন্দোলনের মাধ্যমে পুতিন বুঝতে পেরেছে যে সে যদি ক্ষমতা ছাড়ে তাহলে তার মৃত্যু হতে পারে। সে ইতোমধ্যে ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
যুরি ফেলশটিনস্কি আরও বলেন, ৬৮ বছর বয়সী পুতিন চাইছে বর্বরতা চালিয়ে করে হলেও ক্ষমতায় থাকতে। সে জানে যে অত্যাচার ছাড়া তার আর ক্ষমতায় থাকার কোনো উপায় নেই।
ইতোমধ্যে পুতিন ২০১১ সালের গাদ্দাফিকে হত্যার ভিডিও ফুটেজ বেশ কয়েকবার দেখেছেন বলেও দাবি করেছেন যুরি ফেলশটিনস্কি।