খেলাধুলা

১০ জন নিয়েও মোহামেডানের ছয়ে ছয়

একে তো একাদশে ছিলেন না দলের সেরা তারকা সুলেমান দিয়াবাতে। তার ওপর ম্যাচের ২২তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কিন্তু সব শঙ্কা উড়িয়ে সাদা-কালোরা মাঠ ছাড়ল বড় এক জয় নিয়ে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারিয়েছে মোহামেডান। ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে তারা।

শুরুতে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহামেডানের শাকিল আহাদ তপুকে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে বদলে গেলো মোহামেডান। ৪৭ মিনিটে । মুজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি লাফিয়ে উঠে বল জালে জড়ান।

৫৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইমানুয়েল সানডে। ৬৩তম মিনিটে আর্নেস বোয়াটেংয়ের শট পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন সৌরভ দেওয়ান।

৮৮ মিনিটে সানডের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে দেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার সেলিম রেজা। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল উপহার দেন।

যোগ করা সময়ে চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে এক গোল শোধ দেয়। ইমতিয়াজ সুলতান জিতু গোলকিপারের বিপরীত দিক দিয়ে জালে জড়িয়ে দলকে কিছুটা সান্ত্বনা এনে দেন। ছয় ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া চট্টগ্রাম আবাহনী আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *