অর্থনীতি

১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভে গর্বিত হতে পারেন। নিজের ব্যক্তিগত কথা অপরের কাছে প্রকাশ করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মনে শক্তি, ধৈর্য্য ও সহিষ্ণুতা কোনো উদ্দেশ্য সিদ্ধির অনুকূলে হতে পারে। চাকরিজীবীদের উদ্যোম ও যোগাযোগ তৎপরতা বাড়ানো দরকার। সপ্তাহের শেষ দিকে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। জনসংযোগ প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে পরিশ্রম বেশ হলেও কর্মস্থলের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারেন। আনন্দদায়ক সফর ও সামাজিক জমায়েত ভারমুক্ত করে রাখবে। ফোন কল দীর্ঘ করার জন্য রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। সপ্তাহের মাঝদিকে বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। সময় ও অর্থ ব্যয় হতে পারে। সপ্তাহের শেষদিকে সীমাহীন শক্তি ও উদ্যাম চেপে ধরবে। কোনো প্রদত্ত সুযোগ সুবিধা কাজে লাগাবেন। শিল্প প্রতিষ্ঠানে যুক্ত ব্যক্তিদের আর্থিক সমস্যা মিটতে পারে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ধর্মকর্মে আকর্ষণ বৃদ্ধি। দূর ভ্রমণে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা সৃষ্টি হলেও সাফল্য সুনিশ্চিত হতে পারে। একমাত্র পরিশ্রমের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারেন। সপ্তাহের মাঝদিকে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। ভালোবাসার জীবনে সত্যি সত্যিই অসাধারণ কিছু বয়ে আনবে। সপ্তাহের শেষদিকে আয় অপেক্ষা ব্যয়ের চাপ বৃদ্ধি ও পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য কোনো প্রতিযোগিতায় জয় পেতে পারেন। অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা আাছে। সঙ্গে থাকা মানুষেরা বিশেষ খুশি হবে না। উচ্চশিক্ষা, গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধীতার পরও গরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। শিল্প ক্ষেত্রে বা কর্পোরেট সংস্থায় নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করতে পারেন। কোনো কোনো বিষয় বিরক্তিকর হতে পারে, যা মনে চাপ সৃষ্টি করবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য সময়টি শুভ। এ সময় যদি বিনম্র ও সহায়ক হন তবে জীবনসঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন। সাবধানে চলাফেরা করবেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন। সপ্তাহের শেষদিকে ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন। এমনকি কাজের পরিবেশ এ সময় ভালো দিক পরিবর্তন করতে পারে। ইমেইল আমন্ত্রণপত্র দিয়ে পূর্ণ থাকবে। ভালোবাসার সঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি স্ট্যাটাস পরখ করে দেখুন, একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন। ব্যবসায়িক পরিমণ্ডলে সুনাম বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর হৃদয়ে কোনো না কোনো অনুভূতি জাগতে পারে। সপ্তাহের মাঝদিকে অনৈতিক ক্রিয়া কলাপের সাথে জড়াবেন না, যা অনেক সমস্যা বাড়তে পারে। বিতর্ক, মুখমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। সপ্তাহের শেষদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে। তবে আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবে। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে। পরিণামে পেশার উন্নতি সাধনে সাহায্য করবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে প্রেম অপরিমিত সীমাহীন এই কথাগুলো এবার উপলব্ধি করতে পারবেন। রক্তচাপের রোগীরা রক্তচাপ কমানো ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ মতো চলুন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীদের ব্যবসায়ে প্রতিযোগিতা থাকলেও সাফল্যের সম্ভাবনা। বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলো অবিশ্বাস্য। সপ্তাহের শেষদিকে রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। বৈদেশিক যোগাযোগ শুভ। রহস্যবিদ্যা ও জ্যোতির্বিদ্যা চর্চায় অনুরাগ জন্মাতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে উচিত ভূমি সম্পত্তি জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। প্রেম আনন্দদায়ক ও উত্তেজনা পূর্ণ হতে পারে। এ সময়ে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পেটের বা চর্মরোগে আক্রান্ত হতে পারেন। নিজের খাদ্যতালিকা নিয়ন্ত্রণে রাখুন। আর শারীরিকভাবে সু্স্থ থাকার জন্য ব্যায়াম করুন। সপ্তাহের শেষদিকে সাবধানে গাড়ি চালান। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/ স্ত্রী দেবদূতের ভূমিকায় থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে এমন জায়গায় সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ হতে পারে। নতুন বাসগৃহ বা জমি ক্রমের সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে টিভিতে সিনেমা দেখা ও কাছের প্রিয়জনের সাথে গল্প করার চাইতে ভালো আর কি হতে পারে। ক্ষমতা শক্তি বেশি থাকার কারণে প্রিয়জন অপরিসীম সুখ দেবে। সপ্তাহের শেষ দিকে নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করুন। পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে পারেন। সঙ্গীর থেকে বেশি মনোযোগ পেতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। আপনার সমস্যাগুলো তাদের সঙ্গে খোলামনে ভাগ করে নিন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পাওনা আদায় হবে। অর্থ বৃদ্ধির যোগ রয়েছে। সপ্তাহের মাঝদিকে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য লাভবান হতে পারেন। এ সময়ে ঘরে অন্যদের অসন্তুষ্ট না করাই উচিত হবে। আর পারিবারিক প্রয়োজনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। সপ্তাহের শেষদিকে প্রেমিক প্রেমিকার মাঝে ভুল বোঝাবুঝির অবসান হবে। শিক্ষার্থীদের নতুন কোনো সুযোগ আসতে পারে। ভাগ্যের ওপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে। তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন। যা আপনার দিকে আসছে। নতুন কোনো আর্থিক পরিকল্পনা করতে পারেন যা আর্থিক উন্নতি ঘটাতে পারে। সপ্তাহের মাঝদিকে আত্মীয় স্বজনের কোনো শুভ খবরে আনন্দিত হতে পারেন। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো ব্যবসায়িক/ আইনি কাগজপত্র ভালোভাবে না পড়ে সই করবেন না। সপ্তাহের শেষদিকে বন্ধুরা এখন খুব সহায়ক তবে এর জন্য দ্রুত মূল্য পরিশোধ করতে হতে পারে। সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন। এটাই নিদর্শন যে প্রেমে পড়েছেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ব্যয় বাড়ার কারণে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। অসাধারণ মেধা ক্ষমতা, অক্ষমতাকে জয় করতে পারে। সময়টা অনুকূলে বলা যায়। সপ্তাহের মাঝদিকে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশ অর্থ উপার্জন করতে পারেন। সপ্তাহের শেষদিকে কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনিহা দেখা দিতে পারে। ভ্রাতা বা ভগ্নীর বিয়ের যোগাযোগ আসতে পারে। ঘরবাড়ি সংক্রান্ত জটিলতায় বিভ্রান্ত হতে পারেন। বিরোধ ও বিতর্ক এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত টাকা জমি-বাড়িতে বিনিয়োগ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *