খেলাধুলা

১ রানের আক্ষেপ হায়দরাবাদের, সুপার ওভারে জয় দিল্লির

নায়ক হতে পারতেন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ একক ইনিংস খেলেন তিনি। জয়ের খুব কাছেও পৌঁছে গিয়েছিলো দল। কিন্তু শেষ ওভারে জয়ের নায়ক আর হতে পারেননি। ম্যাচ শেষ করতে হয়েছে সমান রানে। এতেই চলমান আইপিএল প্রথম সুপার ওভারের স্বাক্ষী হলো ক্রিকেটপ্রেমিরা। সুপার ওভারের লড়াইয়ে আর পেরে ওঠেনি সানরাইজার্স হায়দরাবাদ, জয় পেলো দিল্লি ক্যাপিটালস।

দিল্লির দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একের পর এক ব্যাটসম্যানকে ফিরে যেতে দেখেও অবিচল ছিলেন উইলিয়ামসন। শেষ দুই ওভারে দরকার ছিল ২৮ রান। এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখেছিলেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান। তার ব্যাটিং নৈপুন্যে ম্যাচ ড্র হয়ে সুপার ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়।

সুপার ওভারে দিল্লির বল করতে নামেন অক্ষর প্যাটেল। হায়দরাবাদের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসন। অথচ দুই হার্ডহিটার ব্যাটসম্যান ৭ রানের বেশি তুলতে পারেননি। শেষ বলে দুই রান নেওয়ার সময় ওয়ার্নার তার ব্যাট লাইন পার না হওয়ায় একটি রান ধরা হয়। উইলিয়ামসনের একটি চার ছিল।

স্পিনের বদলে স্পিন আক্রমণ আনে হায়দরাবাদ। আফগান বোলার রশিদ খানের ওপর এসে দায়িত্ব পড়ে। ব্যাটিংয়ে ছিলেন ঋষভ পান্ত ও শিখর ধাওয়ান। প্রথম দুই বলে এপ্রান্ত-ওপ্রান্ত বদল করে দুটি রান নেন তারা। তৃতীয় বলে চার মেরে কাজ সহজ করে দেন পান্ত। পরের বলটি ডট দেন রশিদ। পঞ্চম বলে লেগ বাইয়ে এক রান নেন পান্ত। শেষ বলে দরকার ১ রান। লেগ বাই থেকে একটি রান নিয়ে জয় নিশ্চিত করেন ধাওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *