আন্তর্জাতিক

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

ইউক্রেনে রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মহাপরিচালককে আটক করেছে রুশ বাহিনী। ওই পরমাণু শক্তি কেন্দ্রের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা এনারগোটম শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এনারগোঅটমের প্রধান পেট্রো কোটিন এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র থেকে এনারহোদর শহরে যাওয়ার পথে মহাপরিচালক ইহোর মুরাশোভকে আটক করা হয়।

কোটিন টেলিগ্রাম পোষ্টে লিখেছেন, মুরাশভকে তার গাড়ি থেকে বের করা হয় এবং চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির কাছে মুরাশভকে জরুরীভাবে মুক্ত করার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়ার জন্য আবেদন করেছেন।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলেছে যে তারা ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মহাপরিচালকের বিষয়ে রাশিয়ার কাছে তথ্য চেয়েছে।

আইএইএর একজন মুখপাত্র শনিবার এক প্রশ্নের জবাবে বলেছেন, আমরা রাশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং স্পষ্টীকরণের জন্য অনুরোধ করছি।

প্রসঙ্গত, মুরাশোভকে আটক করার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *