২০১৫ সালে শেষবার বাংলাদেশের মাটিতে খেলেছিল ভারত। ৭ বছর পর আবারও দুই ফরম্যাটের সিরিজ খেলতে আসছে তারা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের পহেলা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত ।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর; সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট সিরিজের ম্যাচ হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট ।
এরপর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর ।
ম্যাচগুলো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ–ভারত সিরিজের সূচি–
তারিখ সূচি ভেন্যু
০১ ডিসেম্বর ২০২২ ঢাকায় আসবে ভারতীয় দল –
০৪ ডিসেম্বর ২০২২ প্রথম ওয়ানডে মিরপুর
০৭ ডিসেম্বর ২০২২ দ্বিতীয় ওয়ানডে মিরপুর
১০ ডিসেম্বর ২০২২ তৃতীয় ওয়ানডে মিরপুর
১৪-১৮ ডিসেম্বর ২০২২ প্রথম টেস্ট চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২ দ্বিতীয় টেস্ট মিরপুর
২৭ ডিসেম্বর ২০২২ ভারতীয় দল বাংলাদেশ ছাড়বে