জাকির হাসান, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে জয়ে শুরু সিলেট স্টাইকার্সের। ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ৬ উইকেটের জয় পায় সিলেট।
এই জয়ে বিপিএল নবম আসর শুরু মাশারাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটির।
শনিবার মিরপুর শেরেবাংলাদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৭.২ ওভারে স্কোর বোর্ডে ৬৭ রান জমা করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও চাতুরঙ্গা ডি সিলভা।
এরপর সাকিব আল হাসানের ৩২ বলের ৬৭ রানের ঝড়ো ইনিংসে ৬৭ রান করেন সাকিব। ২৫ বলে ৩৬ রান করেন ওপেনার চাতুরঙ্গা ডি সিলভা। ২১ বলে ২৯ রান করেন এনামুল হক বিজয়।
সাকিব-ডি সিলভা আর বিজয়ের কল্যাণে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার কলিন একরামন। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা তাওহিদ হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন ওপেনার নাজমুল হোসেন শান্ত।