জাতীয়

স্টিলের ট্রাংকে ডলারসহ কোটি টাকা

কুমিল্লায় জাহাঙ্গীর হোসেন নামে এক মুদ্রা এবং মানব পাচারকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারা এলাকার হাবিব মোটরস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই পাচারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে স্টিলের ট্রাংকের ভেতর থেকে ডলারসহ এক কোটি টাকা উদ্ধার করা হয়। এছাড়া সাতটি পাসপোর্টসহ জাল টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান। গ্রেফতার মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) জেলার লালমাই উপজেলার জয়নগর গ্রামের মো. মুকছুদ আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবিব মোটরস থেকে মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে মানবপাচার এবং বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তার বাড়িতে বিদেশে পাচারের উদ্দেশ্যে টাকা ও বৈদেশিক মুদ্রা মজুত আছে বলেও তথ্য দেয় সে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে একটি স্টিলের ট্রাংকের ভেতর রক্ষিত এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং পাঁচ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘদিন ধরেই মানব ও মুদ্রাপাচার করে এই টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, ওসি ডিবি রাজেশ বড়ুয়াসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *