ইউক্রেনের রাজধানী কিয়েভে ‘বিশ্ব শান্তি সম্মেলন’ শীর্ষক যে শীর্ষ সম্মেলনের প্রস্তাব করা হয়েছে, তাতে অংশগ্রহণ না করতে বিশ্বের অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে এই সম্মেলনকে উস্কানিমূলক বলেও অভিহিত করেছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, যেসব দেশ প্রকৃত অর্থেই বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা করছে এবং গঠনমূলক ও কূটনৈতিক উপায়ে বিভিন্ন সংকট সমাধান করতে আগ্রহী- তাদের উচিত হবে কিয়েভের প্রস্তাবিত সম্মেলনে অংশগ্রহণ না করা।
এই সম্মেলনের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক মন্তব্য করে মারিয়া জাখারোভা বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত হওয়া উচিত রক্তপাত বন্ধ করা। যুদ্ধ ও রক্তপাত বন্ধের বিষয়টি ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহ বন্ধ করার ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।