নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন।
বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
রোববার অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্পেনের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমনা।
২০১৫ সালে কানাডায় বিশ্বকাপে অভিষেক হয়েছিল স্পেনের। প্রথমবার বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত পরের আসরে নকআউট পর্বে উঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল স্পেনের মেয়েরা। নিজেদের তৃতীয় আসরে অংশ নিয়েই বিশ্বকাপ জিতল স্পেন।
গত ২০ জুলাই নিউজিল্যান্ডের ইডেনপার্কে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হয় নারী বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ একমাস লড়াই শেষে রোববার ফাইনালের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পর্দা নামে।