আন্তর্জাতিক

ঢাকায় আসছেন সৌদির হজ-ওমরাহ মন্ত্রী

ঢাকায় আসছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, সৌদি মন্ত্রী পাকিস্তান থেকে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে হজ ও ওমরাহ পালনকারীদের আরও বেশি সুবিধা কীভাবে দেওয়া যায়, তাদের যাত্রা কীভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা করবেন তিনি। তাছাড়া সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যেও তিনি এ সফর করছেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

ঢাকার সৌদি দূতাবাসের আয়োজনে ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ সংক্রান্ত অ্যাপস নুসুক নিয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করবেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *