খেলাধুলা

রোনালদোকে বাজারে তুলবে জুভেন্টাস

মৌসুম শুরুর আগে জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন উঠেছিল। করোনাকালে ওল্ড লেডিরা তাকে বেতন দিয়ে কুলাতে পারছে না বলে শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জন মাটি চাপা পড়েছে আগেই। নতুন গুঞ্জন, আগামী মৌসুমে বিক্রির জন্য বাজারে তোলা হবে সিআরসেভেনকে।

সংবাদ মাধ্যম এএস এমনই খবর দিয়েছে। তাদের মতে, তুরিনের ক্লাবটি পর্তুগিজ যুবরাজের সঙ্গে এক বছর চুক্তি থাকতেই তাকে বিক্রি করে দিতে চায়। তাতে দামটা ভালো পাওয়া যাবে ১০০ মিলিয়নে রিয়াল মাদ্রিদ থেকে কেনা রোনালদোর।

সংবাদ মাধ্যমটির দাবি, রোনালদোকে বিক্রি করে দেওয়ার বড় কারণ তার বেতন। আগামী ফেব্রুয়ারিতে সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গারের বয়স হবে ৩৬ বছর। এই বয়সেই ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে ভালোই পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। কিন্তু নতুন কোচের অধীনে সিরি আ’র ক্লাবটির দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তরুণ ফুটবলার।

ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া, ইনজুরি সংকট ও অন্য অনেক ব্যাপার জড়িত থাকায় ফুটবলের বড় নাম রোনালদোকে জুভরা তাই ছেড়ে দিতে চায়। আগামী মৌসুমে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে রোনালদোকে দলে নেওয়ার চেষ্টা চালাতে পারে কেবল পিএসজি। এমবাপ্পে চলে যেতে চাওয়ায় জায়গা ফাঁকা হবে দলটিতে। পয়সাও হাতে থাকবে তাদের। তা না হলে, যুক্তরাষ্ট্রে ছুটতে হবে পাঁচটি ব্যালন ডি’অর জয়ী তারকাকে। অবসর ঘোষণা করাও অবশ্য একটা অপশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *