খেলাধুলা

তামিম-লিটনদের বদলে যারা আছে, তাদেরই সমর্থন দিতে চান হাথুরু

এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছিল বেশ অনেকদিন ধরেই। কিন্তু শেষ মুহূর্তে এসে ধাক্কা খায় পরিকল্পনায়।

তামিম ইকবাল পিঠের চোটের কারণে যেতে পারেননি। শুরুতে জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। পরে তিনি ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। তার বদলে ম্যাচ শুরুর একদিন আগে দলের সঙ্গে যোগ দেন এনামুল হক বিজয়।

দুই অভিজ্ঞ ব্যাটারের অনুপুস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬৪ রানে অলআউট হওয়া ম্যাচে শূন্য রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার সঙ্গী নাঈম শেখ করেন ২৩ বলে ১৬ রান। রোববার আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও আসে তামিম-লিটনের না থাকার প্রসঙ্গ।

তিনি বলেন, ‘টপ-অর্ডারে এরকম অভিজ্ঞতা না থাকা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ নিয়ে সমালোচনা ছিল বেশ। আফগানিস্তানের বিপক্ষে কি কোনো বদল আসবে? হাথুরু বলেন, ‘আমরা এখানে কেবল এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেট আলাদা হয়, তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো। ’

এশিয়া কাপের কিছুদিন পরই হবে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেও অনেকে দেখছে এশিয়া কাপকে। বাংলাদেশ দলের হেড কোচ অবশ্য ভাবছেন না তেমন কিছু। তার চিন্তায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ।

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না এই মুহূর্তে। ফোকাস হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য। ’

লাহোরের গরম কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে হাথুরু বলেন, ‘আমার তেমন মনে হয় না। এখানে সবাই এশিয়ার দেশ। আমরা যখন মিরপুরে অনুশীলন করেছি, তখনও গরম ছিল। আমার মনে হয় না আমাদের পারফরম্যান্সে কোনো ইম্প্যাক্ট বলবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *