বলিউড তারকা হৃতিক রোশন আর কারিনা কাপুর বড় পর্দায় যখনই জুটি বেঁধেছেন, ছবির ফলাফল বক্স অফিসে যেমনই হোক না কেন, জুটি একেবারে সুপারহিট! ২০০০ সালে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে অভিনয় করার পর থাকে হৃতিক আর কারিনার কেমিস্ট্রি নিয়ে জোর চর্চা শুরু হয় বলিউডে। সেসময় পরপর বেশ কয়েকটি ছবিতে জুটিতে কাজ করেছিলেন তারা– ইয়াদে (২০০১), ম্যায় প্রেম কি দিওয়ানি হু (২০০৩)।
কারিনা মাত্র ২০ বছর বয়সে ২০০০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। একই বছর আত্মপ্রকাশ করেন রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশন। ‘কহো না… প্যার হ্যায়’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার।
২০০০ সালে ‘কহো না… প্যার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিষেক হয়েছিল অভিনেত্রী আমিশা প্যাটেলের। ছবিতে নিজের ছেলে হৃতিকের বিপরীতে সেই আমিশাকেই পছন্দ করেছিলেন রাকেশ। কিন্তু সেই ছবিতে আগে অভিনয় করার কথা ছিল কারিনার। শুটিংয়ের মাত্র তিন দিন আগে কারিনাকে সেট থেকে তাড়িয়েই দেন রাকেশ।
সম্প্রতি এক সাক্ষাতকারে আমিশা বলেন, ‘কারিনা নিজে ‘কহো না… প্যার হ্যায়’ ছবি থেকে সরে যাননি। রাকেশ আমাকে জানান, সৃজনশীল মতপার্থক্যের কারণে কারিনাকে ছবি থেকে বাদ দিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, ‘মাত্র তিন দিনের মাথায় আমাকে ‘সোনিয়া’ চরিত্রে চূড়ান্ত করেছিলেন তিনি (রাকেশ)।’
আমিশা আরও জানান, একটি বিয়ের অনুষ্ঠানে নাকি তাকে প্রথম বার দেখেছিলেন রাকেশ। প্রথম দেখাতেই ‘সোনিয়া’ হিসেবে তাকে মনে ধরেছিল রাকেশের। শুটিং শুরু হওয়ার মাত্র তিন দিন আগে নাকি ‘কহো না… প্যার হ্যায়’ ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি।