খেলাধুলা

টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন যে পাঁচ ক্রিকেটার

করোনাভাইরাসের কারণে এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। তবে বিপিএল না হলেও ক্রিকেটারদের খেলায় রাখতে বঙ্গবন্ধুর নামে একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের আগে হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ এই চারটি ক্যাটাগরির জন্য ১১৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

‘এ’ ক্যাগাটরির ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন সর্বোচ্চ ১৫ লাখ, ‘বি’ ক্যাটাগরি ১০ লাখ, ‘সি’ ক্যাটাগারি ৬ লাখ আর ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন ৪ লাখ টাকা করে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের পাঁচ তারকা ক্রিকেটার-মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *