বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্যরাতে গুলশানের ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমীর খসরুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে কোন মামলা বা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্র জানায়, নাশকতা মামলার আসামি আমীর খসরুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি পুলিশ সদস্যরা। পরে ওই বাসার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।