নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ইবুক-অডিওবুক সেবার অ্যাপ ‘বইঘর’।
‘জন্মবার্ষিকীতে হুমায়ূন স্মরণ’ শীর্ষক এই আয়োজনে থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি পাঠ করেছেন লেখকের জনপ্রিয় একটি উপন্যাস। বহুল পঠিত ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’ উপন্যাসের অডিও শোনা যাবে অভিনেত্রী মমর কণ্ঠে।
সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।
মম বলেন, ‘এটি শ্রুতি নাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতি নাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হল। খুব আনন্দের সঙ্গে বইটি পড়েছি আমি। হুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভকামনা।’
অন্যদিকে এক খণ্ড ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া আরও কয়েকটি নতুন ছবিতে অভিনয়ের বিষয়ে কথা চলছে তার।