আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু থেকে এখন পর্যন্ত এক হাজার ২৫২ কোটি টাকা টোল আদায় হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরের দিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এক যুগেও কাজ সমাপ্ত না হওয়া বিআরটি প্রকল্প চলতি বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখন নিচের অংশের ভোগান্তি নেই।
২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বিআরটি প্রকল্পের জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। এরপর গত ১২ বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি।