অভিনয় ও সাংসদের দায়িত্বের মাঝে বেজায় ব্যস্ত সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি ‘স্বস্তিক সংকেত’ ছবির জন্য উড়ে গিয়েছিলেন লন্ডনে। তারপরই দেশে ফিরে উৎসবের আমেজে কোমর বেঁধে ‘এসওএস কলকাতা’র প্রচারে নেমে পড়া। এই সবকিছুর মাঝেও নিজের জন্য সময় বের করেছেন নায়িকা।
ধনতেরাসের দিন সেই নুসরাত জাহান ফের সনাতনী। রানি সালোয়ারে জরির জমকালো কাজ। কাঁধ কামড়ে পড়ে থাকা হলুদ বেনারসির দোপাট্টা। কানে ঝুমকো। গলায় চওড়া হার। হাতের থালায় প্রদীপ নিয়ে অনুরাগীদের নুসরাত শুভেচ্ছা জানালেন ধনতেরাস, দীপাবলির। একই সঙ্গে বার্তা দিলেন, আতসবাজির বদলে আলোর দীপাবলি পালনের।
বিয়ের পর থেকেই নিজের ধর্মের পাশাপাশি স্বামীর ধর্মকেও সমান সম্মান দিয়েছেন সাংসদ। শ্রদ্ধা-সম্মানের সঙ্গে মেনে চলেছেন হিন্দু রীতি-রেওয়াজ। সমাজের বিতর্ককে পাশে সরিয়ে সিঁথিতে সিঁদুর পরা থেকে রথ টানা, দুর্গাপুজোয় ধুনুচি নাচ, অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দেবীবরণ, সিঁদুর খেলা– কিছুই বাকি রাখেননি তিনি।
তার এই সর্ব ধর্মসমন্বয় নিয়ে যদিও বারে বারে সোচ্চার হয়েছেন। তারকা অভিনেত্রী সবাইকে ধরাশায়ী করেছেন অকাট্য যুক্তিতে, ‘আমি ভগবানের স্নেহধন্য। তার বিশেষ সন্তান। ভালাবাসা আর মানবিকতার উপর কাউকে আমি জায়গা দিই না। আমি খুব খুশি। এবং কোনও বিতর্কেই আমার কিচ্ছু যায়-আসে না। আমার কাছে সব ধর্মই সমান।