আঁটসাঁট বোলিংয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানদের বেঁধে রেখে রেকর্ড গড়লেন রিশাদ হোসেন।
অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে ভালো বোলিং করা রিশাদ হোসেন এবার নাম তুললেন রেকর্ড বইয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শনিবার ৪ ওভারে এক মেডেনসহ কেবল ৭ রান দেন রিশাদ। উইকেট নেন একটি।
খরুচে বোলিংয়ের শঙ্কায় ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে একটা সময় জাতীয় দলেও লেগ স্পিনাররা তেমন সুযোগ পেতেন না। এবার লেগ স্পিনেই সবচেয়ে কম রান দেওয়ার কীর্তি গড়লেন রিশাদ।
এতদিন রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহর। মিরপুরে ২০১৪ সালের বিশ্বকাপে ৪ ওভারে এক মেডেনসহ ৮ রানে ১ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এইঅফ স্পিনার। ১০ বছরের বেশি সময় পর সেই রেকর্ড নিজের করে নিলেন ২১ বছর বয়সী রিশাদ।
ম্যাচে সব মিলিয়ে ১৭টি ডট বল করেন রিশাদ। বাকি ৭ বল থেকে একটি করে সিঙ্গেল নেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা।
টেক্সাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আনা হয় তাকে। প্রথম ওভারে দেন ২ রান। পরের ওভার করেন মেডেন। এরপর ত্রয়োদশ ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলে তিনি নেন মিলিন্দ কুমারের উইকেট।
এ সময় তিন ওভার মিলিয়ে টানা ১৩টি ডট বল করেন রিশাদ। তার শেষ ওভার থেকে ৩ রান নিতে পারেন কোরি অ্যান্ডারসন ও শ্যাডলি ফন স্কালকয়েক।
যুক্তরাষ্ট্রের ইনিংসে রিশাদ ছাড়াও একটি করে মেডেন নেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। এই সংস্করণে এবারই প্রথম কোনো ম্যাচে ৩টি মেডেন ওভার করলেন বাংলাদেশের বোলাররা।
এর আগে তিনবার আছে ২টি করে মেডেন ওভারের নজির।