সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তত্ত্বাবধানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যাবে এমন অলীক কল্পনা চীনের অবশ্যই বাদ দিতে হবে। চীনা সরকারের এক উপদেষ্টা শেনঝেং ভিত্তিক থিংক ট্যাঙ্ক, অ্যাডভান্সড ইন্সটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেং ইয়ংনিয়ান এই মন্তব্য করেছেন।
তিনি আরো বলেছেন, ওয়াশিংটনের কাছ থেকে যে কঠোর মনোভাব আসছে এজন্য বেইজিংয়ের প্রস্তুত থাকা দরকার। ঝেং ইয়ংনিয়ান বলেন, চীনা সরকারের উচিৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানো।
এছাড়া চীনা সরকারের এই উপদেষ্টা জো বাইডেনকে একজন দুর্বল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, যদি তিনি ঘরোয়া সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে কূটনীতিকভাবে কিছু করবেন, চীনের বিরুদ্ধে কিছু করবেন। আমরা যদি বলি ট্রাম্প গণতন্ত্র এবং স্বাধীনতার প্রচারে আগ্রহী নন, তবে বাইডেন হন। ট্রাম্প যুদ্ধে আগ্রহী নয়… কিন্তু ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করতে পারেন।