খেলাধুলা

শেষ বেলায় জয়-জাকিরকে হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ

আত্মবিশ্বাসী শুরু করলেও টিকলেন না জাকির হাসান। জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারের দ্রুত বিদায়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাব দিতে নেমে স্বস্তিতে নেই বাংলাদেশ।

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে ২০ ওভারে ২ উইকেটে ৪০ রান করেছে বাংলাদেশ। এখনও ৪১০ রানে পিছিয়ে তারা। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ২১১ রান।

২৩ বলে ৭ রানে খেলছেন মুমিনুল হক। ১ চারে ৩১ বলে ১০ রান করে অপরাজিত শাহাদাত হোসেন।

উইকেটে বোলারদের জন‍্য কিছুটা সহায়তা আছে এখনও। তবে চাইলে টিকে থাকা খুব কঠিন কিছু নয়। শেষ বেলায় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সেটা দেখিয়েছেন মুমিনুল ও শাহাদাত। ফলোঅন এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি যেতে তাদের উপর অনেকটাই নির্ভর করবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.

বাংলাদেশ ১ম ইনিংস: ২০ ওভারে ৪০/২ (জয় ৫, জাকির ১৫, মুমিনুল ৭*, শাহাদাত ১০*; রোচ ৪-০-৬-০, সিলস ৬-৪-১৫-১, আলজারি জোসেফ ৫-৩-২-১, শামার জোসেফ ৩-১-৮-০, হজ ১-০-৩-০, আথানেজ ১-০-৪-০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *