খেলাধুলা

কিংসটনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

সাদমান ইসলামের ফিফটির পর স্বস্তিতে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন শুরুটা হলো ব্যাটিং বিপর্যয় দিয়ে।

আগের দিন অপরাজিত থাকা শাহাদাত হোসেন দিপু আজ বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। কিছুক্ষণ পর বিদায় নেন লিটন দাস ও জাকের আলীও। আর তাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ৮ ওভার কোনো অঘটন ছাড়াই কাটিয়ে দেয় বাংলাদেশ। কিন্তু এরপরের ওভারে বোলিং পরিবর্তন করে সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ওভারের চতুর্থ বলেই শাহাদাত হোসেনকে বিদায় করেন ক্যারিবীয় পেসার শামার জোসেফ। তার দ্রুতগতির বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন ৮৯ বলে ২২ রান করা শাহাদাত।

পরের ওভারে বিদায় নেন সদ্য ক্রিজে আসা লিটনও। জয়ডেন সিলসের অফসাইডের বল সুইং করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু জায়গায় দাঁড়িয়ে তাতে টোকা মারতে গয়ে স্লিপে থাকা কাভেম হজের হাত ক্যাচ দেন লিটন (১)। এরপর জাকের আলী ১০ বলে ১ রান করে জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন। ফলে দলীয় ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

এর আগে প্রথম দিনের শুরুতেই ভেজা আউটফিল্ডের কারণে খেলা বন্ধ থাকে দুই সেশন। টস হয় অনেক বিলম্বে। মাঠ ভেজা থাকায় খেলা হয়েছে কেবল ৩০ ওভার। তাও শেষ সেশনে গিয়ে। যেখানে ২ উইকেটে ৬৯ রান করে বাংলাদেশ। সাদমান ৫০ ও শাহাদাত হোসেন দীপু ১২ রানে অপরাজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *